ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়া স্বীকৃতি দেয়ার পর রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার তিনি এই ঘোষণা দিলেও গতকাল মঙ্গলবার রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এসব ব্যাংক হলো- রোশিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভাইয়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক। এ ছাড়া তিনজন উচ্চ পর্যায়ের ব্যক্তির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার মধ্যে অন্যতম গেন্নেডি টিমচেনকো। এসব ব্যক্তির আছে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।