বালাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিযয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল – আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আইজি এর চেক বিতরণ।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ মোস্তাকুর রহমান মফুর। এছাড়াও উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
উল্লেখ্য – অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।