রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত



‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত সুস্থ জীবন ও সকলের হাত পরিচ্ছন্ন থাক’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এক র‌্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪) অক্টোবর ফেঞ্চুগঞ্চ উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বেলা ১১টায় র‌্যালি শেষে যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত করের সঞ্চালনা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও অলোচনা সভায় অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, ব্র্যাকের এরিয়া ম্যানেজার হাসিনুর রহমান ও ফেঞ্চুগঞ্চ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সজল চন্দ্র সরকারসহ স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!