সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় দোয়া মাহফিল



দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত হলো বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে এক দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৈশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল আহমদ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপুর্ব দাসের পরিচালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তৃতা করেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তরিকুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন – মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জহির আলী, সাবেক ইউপি সদস্য চেরাগ আলী, মখলিস আলী, কনর সওদাগর, আতিকুর রহমান, মৈশাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত দাস, সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ।

এছাড়া যুবলীগ নেতা শাহিন আহমদ, যুবদল নেতা খিজির আহমদ, শাহাব উদ্দিন, লিয়াকত আলী, ফিরোজ আলীসহ এলাকার সর্বস্থরের মুরুব্বিয়ান, যুবসমাজসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নাসির উদ্দিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!