ফ্রান্সে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।
ফ্রান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৬২১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত একদিনে রেকর্ড সর্বোচ্চ। একই সময়ে দেশটিতে নতুন করে আরও ৮৮ জনের প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানির সংখ্যা ৩৩ হাজার ১২৫ জনে পৌঁছেছে।
এদিকে, করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ৯টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
এছাড়া গত কয়েকদিন ধরে দেশটির হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগী ভর্তির হারও বেড়ে গেছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান বলেছেন- দেশে বর্তমানে আইসিইউ শয্যা রয়েছে প্রায় ৫ হাজার ৮০০টি। করোনাভাইরাস মহামারি দেশটিতে গত এপ্রিলে যখন ভয়াবহ আকার ধারণ করে, তখন আইসিইউতে রোগীর সংখ্যা ছিল ৭ হাজারের বেশি।
জুলাইয়ের দিকে করোনার প্রকোপ হ্রাস পাওয়া আইসিইউতে রোগীর সংখ্যা কমে যায়। কিন্তু বর্তমানে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মহামারির দ্বিতীয় ধাক্কা সামলানো নিয়ে চিন্তায় পড়েছে ইউরোপের এই দেশ।
তথ্যসূত্র : এএফপি