সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে মুদি দোকানে চুরি, সিসি ক্যামেরার ফাঁদে চোর!



বালাগঞ্জ উপজেলার মোরারবাজার সংলগ্ন সুলতানপুর সড়কের মুখে একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের সুলতানপুর গ্রামের সড়কে স্থানীয় হক ট্রেডার্সে এ চুরির ঘটনায় সন্দেহভাজন এক চোরকে শনাক্ত করা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোর চক্র দোকানের মালামাল, নগদ টাকা এবং দোকানে থাকা একটি মাদ্রাসার দানবাক্স চুরি করে নিয়ে গেছে।
এদিকে দোকানের বাইরে এবং ভিতরে থাকা সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট) থাকায় সন্দেহভাজন স্থানীয় একজনকে শনাক্ত করা হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের এক বর্তমান সদস্যের সহযোগিতায় সন্দেহভাজন চোরকে আজ শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেরার সম্মুখীন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!