শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে অসহায় মানুষের মাঝে এমপি সামাদ চৌধুরীর ত্রাণ বিতরণ



প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন, গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শিল্প ও ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

শুক্রবার (৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত কোম্পানির পক্ষ থেকে ও এসময় এাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে এমপি সামাদ চৌধুরী খাদ্য সামগ্রী গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন- আতঙ্কিত না হয়ে করােনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ মেনে চলতে হবে । কোনাে অবস্থায় হাট বাজারে অযথা ঘােরাফেরা করা যাবেনা। সরকারি নির্দেশনা মেনে চললে করােনাভাইরাস প্রতিরােধ করা সম্ভব। বর্তমান সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের দিন মজুর খেটে খাওয়া মানুষের সাহায্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই সুযােগ সুবিধা ভােগ করতে সরকারের নির্দেশিত নিয়ম মেনে চলার জন্য তিনি আহ্বান জানান।

এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে সাথে ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আনহার মিয়াসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!