বালাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে বস্তা জাল ও কারেন্ট জাল আটক করা হয়েছে। ২৬ জুলাই বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের করচার বিল ও বাবরোকপুর এলাকায় ঝটিকা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত প্রায় ৪হাজার মিটার কারেন্ট জাল ও ১টি বস্তা জাল আটক করা হয়। আটককৃত জালগুলির মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হক এর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী মৎস্য অফিসার নির্মল চন্দ্র বণিক, নাজির মুক্তাদির হোসেন, বালাগঞ্জ থানার কনস্টেবল শান্ত, এনামুল হক প্রমূখ।
পরে আটককৃত জালসমূহ বালাগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।