শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নর্থইস্ট বালাগঞ্জ কলেজের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার নর্থইস্ট বালাগঞ্জ কলেজে শিক্ষার মানোন্নয়নের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কলেজের অন্যতম উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন। সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি আমির হোসেন নুরু।

সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, শিক্ষানুরাগী আব্দুল জলিল, হাবিবুর রহমান নেফুর, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা কলেজের শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করে নিজেদের সৎ, যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!