গত সোমবার (২৯ জুলাই) স্পেনের বার্সেলোনার অভিজাত ভ্যানু ভিলাদোমাতে বালাগঞ্জ ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশন, এন স্পানিয়া এর নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব শফিউল আলম শফি। সাধারণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও কবি মিজানুর রহমান মীরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেট ইন বার্সেলোনা মি. রামন পেদ্রো, বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব আজহারুল ইসলাম মিন্টু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, লেখক আমিরুল হক বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মীরু বলেন, ঐতিহ্যবাহী বালাগঞ্জ ওসমানীনগরের রত্নগর্ভা মাটিতে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের সশস্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীসহ অনেক কৃতি পুরুষের জন্ম হয়েছে।এই পূণ্যভূমিতে জাহাজী শ্রমিক আন্দোলনের নেতা আইএলও’র ভাইস প্রেসিডেন্ট আপ্তাব আলী, ব্রিটিশ বিরুধী লেখক মহাকবি শরচ্চন্দ্র চৌধুরী, সিলেটের শিক্ষা বিস্তারের অগ্রদূত রাজা গিরিশ চন্দ্রসহ বহু সংগ্রামী ও কীর্তিমান পুরুষের জন্ম হয়েছে। বালাগঞ্জের মানুষ তাই পৃথিবীর যেখানেই যায় নিজেদের মহিমান্বিত অতীত ঐতিহ্যকে স্মরণ করে সুন্দর আগামীর জন্য কাজ করে। বিদেশে অনেক প্রতিকূল পরিবেশে থেকেও জন্ম মাটির কল্যাণে কাজ করার তেমনই একটি উদাহরণ হচ্ছে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট। ১৯৯১ সালে সাড়ে নয় লক্ষ টাকার মূলধন নিয়ে গঠিত এই ট্রাস্ট আজ ১২ কোটি টাকার মূলধন নিয়ে বহির্বিশ্বে বাঙালিদের অন্যতম বৃহৎ একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। বালাগঞ্জ ওসমানীনগরের মানুষ বঙ্গবীরের মাটির সন্তান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “চির উন্নত মম শীর” হয়ে তাঁরা অনাদিকাল বেঁচে থাকবে নিজেদের মহান কর্মে। তিনি সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নিজেদের জন্ম মাটির কল্যাণ নিশ্চিত করার আহবান জানান।
আলোচনা সভায় ওসমানীনগর বালাগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এন স্পানিয়া এর অন্যান্য নেতৃবৃন্দ এবং বার্সেলোনার অন্যান্য জেলা ও উপজেলা ভিত্তিক সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বালাগঞ্জ ওসমানীনগরের স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে যুক্তরাজ্যের ড্রিম মিউজিকাল ব্যন্ড এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।