বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গহরপুর মাদ্রাসার সাবেক শিক্ষক হাফিজ ওয়ারিছ আলীর দাফন সম্পন্ন



জামিয়া ইসামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার সাবেক শিক্ষক ও মাদ্রাসার প্রথম ব্যাচের হাফিজ, সুলতানপুর (দেওয়ানবাড়ি) জামে মসজিদ ও নশিওরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাফিজ ওয়ারিছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭জুন) বিকাল ২টার সময় নশিওরপুর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাযার নামাজে ইমামতী করেন প্রখ্যাত মুহাদ্দিছ আল্লামা নূরুল ইসলাম শায়খে বিশ্বনাথী।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় নিজ বাড়িতে হাফিজ ওয়ারিছ আলী (৭৫) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সম্প্রতি ডায়াবেটিকস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন।

 

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!