পাকিস্তানের জাতীয় পরিষদে পাস হয়েছে নির্বাচন সংশোধনী বিল ২০২২। এই বিলটি পাসের ফলে দেশটির নির্বাচনে আর ব্যবহৃত হবে না ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এছাড়া দেশের বাইরে থাকা পাকিস্তানিরাও নির্বাচনে ভোট দিতে পারবে না। এ খবর দিয়েছে ডন।
খবরে জানানো হয়, বৃহস্পতিবার পার্লামেন্টে বিলটি উত্থাপন করেন পার্লামেন্টারি এফেয়ার্স মন্ত্রী মুরতাজা জাভেদ আব্বাসি। এই বিলটিকে ‘ব্যাপক তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, সাবেক পিটিআই সরকার ২০১৭ সালের নির্বাচনী আইনে বেশ কিছু সংশোধনী আনে। এরমধ্যে ছিল এই ইভিএম এবং বিদেশী পাকিস্তানীদের ভোট দেয়ার সুযোগ। ২০২১ সালের নভেম্বরে জাতীয় পরিষদে এই বিল পাস করেছিল পিটিআই সরকার। সেসময় তৎকালীন বিরোধীরা এই বিলের তীব্র বিরোধীতা করেছিল।