গত ১৭ জুলাই ছিল বালাগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। প্রধান নির্বাচন কমিশনার বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম জানান, শেষ দিন পর্যন্ত সভাপতি ১ টি পদের জন্য ২ জন – মোঃ জুনের মিয়া ও মোঃ মাখন মিয়া ; সহ সভাপতি ২ টি পদের জন্য ২ জন – মোঃ আজাদ মিয়া ও মোঃ রকিব আলী ; সাধারণ সম্পাদক একটি পদের জন্য ২ জন – কওছর আহমদ ও সুমন মিয়া ; সহ সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম আলী সুজন ও দুলু মিয়া ; কোষাধ্যক্ষ পদে ২ জন – ম আ মুহিত ও মিজানুর রহমান লেচু ; দপ্তর সম্পাদক পদের জন্য ২জন – মনির হোসেন ও ইকবাল হোসেন ; সদস্য ১ নং ব্লকে ৪ টি পদের জন্য ৫ জন – রশীদ আলী, কওছর আহমদ, শাহজাহান, ফয়জুল ইসলাম ও এনামুল হক রাবিদ ; ২ নং ব্লকে ৪ পদের জন্য ৫ জন – বিপুল রায়, আনোয়ার আলী, মাওলানা জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহি ও আমিনুল ইসলাম সুমন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।