শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫০ : শনাক্ত ২৯২৮, সুস্থ ১৯১৪



দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি নমুনা।

দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন। এপর্যন্ত সুস্থ ১ লাখ ১৩ হাজার ৫৫৮ জন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!