বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক লিটনের রহস্যজনক মৃত্যু



সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নিজামুল হক লিটনের রহস্যজনক মৃতূ হয়েছে। তবে তার পরিবার বলছে সে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসতকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি সামসুদোহা পিপিএম জানান- ধারণা করছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য নিজামুল হক লিটন গত ৯ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার থেকে গাঁজাসহ জনতার হাতে ধরা খেয়ে জেল হাজতে ছিলেন। অবশ্য তাকে গাঁজাসহ জনতার হাতে আটক হওয়াকে সাজানো নাটক বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

এ ঘটনায় তিনি মানষিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!