সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের আলিকা খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি সামাদ চৌধুরী



বাণিজ্য মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিখাতে কৃষকদের উৎসাহিত করতে ভূর্তুকিসহ সেচ সুবিধার জন্য ভরাট হওয়া খাল পুনঃখনন করা হচ্ছে। এতে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষের উন্নয়ন সাধিত হবে।

মাহমুদ উস সামাদ চৌধুরী শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ১কোটি ৮৬লাখ টাকা ব্যয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর ও ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও সংলগ্ন প্রায় ৫কিলোমিটার দীর্ঘ আলিকা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া।

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমরুল হক ও ছাত্রলীগ নেতা জাকির আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল লতিফ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রভাষক নজমুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. কাজল লস্কর, দিলু মিয়া, এমএ মালেক, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, সাংগঠনিক সম্পাদক ইছরাক আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়েসুল আলম কয়েস, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, সুহেল বারী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!