বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা গত ২০ জুলাই (শনিবার) সন্ধ্যায় এম এ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জয়দীপ দাস ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন – উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক জিকে মাসুক, এমদাদ হোসেন, প্রচার সম্পাদক মশিউর রহমান এহিয়া, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট ইমরান, সহ শিল্প ও বাণিজ্য সম্পাদক ওলিউর রহমান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. আতিকুর রহমান সাজ্জাদ।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন – উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এইচ এম ফজলু, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, নয়ন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদ। দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুতফুল হাসনাত চৌধুরী শিমুল, পূর্ব পৈলননপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া রেদওয়ান, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান লেচু, ইব্রাহীম আলী সুজন, একে টুটুল, রাজিব আহমদ রাজিন, রোহেল আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, যুব লীগ নেতা লিটন মিয়া, কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রনেতা কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সালেহ আহমদ শুকুর প্রমুখ।