বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলো কলেজ ছাত্রলীগের কর্মীরা। ২১ জুলাই তাঁরা এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম লাইভ ও ফেসবুকে দিলে বিষয়টি অন্যদের নজরে আসে। অনেকেই তাদের এ কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।
বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়ের উদ্যোগে ছাত্রলীগের কর্মীরা এ পরিস্কার পরিছন্নতা অভিযানে অংশ নেয় বলে জানা যায়।
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পুরো ক্যম্পাস তাঁরা পরিস্কার-পরিচ্ছন্ন করে। বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ কলেজ ছাত্রলীগের এ কাজ দেখতে এসে তাঁদেরকে উৎসাহিত করেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কলেজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্নতা করতে হাতে হাত রেখে কাজ করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ছাত্রলীগের কর্মীদের। আগামীতে তাঁরা আরও ভাল কাজ করবে এ প্রত্যাশা করি।