শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে এবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন শিক্ষক মোঃ রফিকুল আলম



বালাগঞ্জ উপজেলা শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন শিক্ষক মোঃ রফিকুল আলম। এ নিয়ে পর পর চারবার শ্রেষ্ঠ এ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রফিকুল আলম।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বালাগঞ্জের বোয়ালজুড় বাজার উচ্চবিদ্যালয় উপজেলা পর্যায়ে চার ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, আমরা আনুষ্ঠানিক ভাবে উপজেলা শ্রেষ্ঠদের পুরস্কৃত করেছি। যেখানে সবার উপস্হিতিতে ক্রেষ্ট ও সনদ প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর ও ইউএনও মোঃ নাজমুস সাকিব।

বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলিপ কুমার তালুকদার জানান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন এ স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম। এনিয়ে তিনি টানা চারবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও সম্প্রতি তিনি সিলেটে রসময় মেমোরিয়াল শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করেছেন। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সহকারী শিক্ষিকা ফাতেমা ইয়াসমিন, শ্রেষ্ঠ স্কাউট খায়রুল ইসলাম ছাকিব, শ্রেষ্ঠ স্কাউটদল নির্বাচিত হয়েছে এ স্কুলের স্কাউট দল ‘ময়না’।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছে অষ্টম শ্রেণির ছাত্রী আয়শা আক্তার ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী উলফাত আন নাযারি রিসতা।

এছাড়া শ্রেষ্ঠ অধ্যক্ষ বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের লিয়াকত শাহ ফরিদী, শ্রেষ্ঠ কলেজ বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, শ্রেষ্ঠ কলেজ শ্রেনী শিক্ষক অবিনাশ আচার্য্য, শ্রেষ্ঠ শিক্ষার্থী আব্দুল্লাহ ইউসুফ, শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট দেওয়ান বাজার আবদুর রহিম স্কুল এন্ড কলেজের স্কাউট শিক্ষক জেসমিন বেগম, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ বালাগঞ্জ সরকারি ডিএনএ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান অয়ন, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা সুপার তিলকচানপুর আদিত্যপুর মাদ্রাসার আব্দুল জব্বার চৌধুরী, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক শামীম আহমদ, শ্রেষ্ঠ মাদ্রাসা বোয়ালজুড় বাজার শাহ্‌ মকসুদ শাহ্‌ মনির উদ্দিন হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবং শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে চান্দাইড়পাড়া উচ্চবিদ্যালয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!