সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং এলাকাবাসী ধারণা করছেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে। মা এণ্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাওলানা নাজমুল ইসলাম লিটন জানিয়েছেন, বুধবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি বাড়ি চলে যাবার পর ১২টার দিকে দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পান। এরপর স্থানীয় জনকল্যাণ বাজার মসজিদের মাইকে ঘোষণা শুনে লোকজন ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। তিনি জানান, অগ্নিকাণ্ডে দোকানে থাকা নগদ ২০হাজার টাকা, ১০হাজার টাকার মোবাইল রিচার্জকার্ডসহ প্রায় সাড়ে ৩লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সুমাইয়া রেষ্টুরেণ্টের (মুদি দোকান) প্রোপ্রাইটর মো. আব্দুশ শহীদ জানিয়েছেন, পাশের দোকানে লাগা আগুন তার দোকানে ছড়িয়ে পড়লে দোকানের অন্তত ২লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আলাপকালে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শামীম আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান মির্জা প্রমুখ জানান, এ ঘটনায় দু’টি দোকানের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।