সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘আমাদের ক্যাম্পাস আমরাই করবো পরিস্কার’ স্লোগানকে সামনে

বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন



‘আমাদের ক্যাম্পাস আমরাই করবো পরিস্কার’ স্লোগানকে সামনে রেখে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নিজস্ব ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। গত বুধবার (৭ আগস্ট) তাঁদের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ শিক্ষার্থীদের পাশপাশি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী ও ছিলেন।

ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয় ছাড়াও আরো ছিলেন ছাত্রলীগ নেতা – এবায়দুর রহমান খোকা, জাহিদ হোসাইন জাহাদ, শরিফ আদনান, মাহবুবুল আলম শাওন, মোজ্জামেল হোসেন, রাব্বি আহমদ, ইসতিয়াক হোসেন তাহের, রুহুল আমিন, আলামিন হোসেন, সৌরভ আহমেদ, জিপার হোসেন প্রমুখ।

এ প্রসঙ্গে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতার কাজটি আমরা নিয়মিত করে যাচ্ছি। আর এ কাজে সাধারণ শিক্ষার্থীরাও আগ্রহ সহকারে অংশগ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে আমরা এমন আরো ভালো কাজ করে যেতে পারি সবার সহযোগিতা নিয়ে সেই দোয়া করবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!