বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বড়ভাঙ্গা নদী হতে ১ হাজার মিটার বস্তা জাল জব্দ করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর (রবিবার) উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পলাশ মন্ডলের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জব্দকৃত বস্তাজালের আনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। যা উপজেলা পরিষদের সামনে জনসন্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানকালে বালাগঞ্জ থানা প্রশাসনের এক দল পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) নির্মল চন্দ্র বনিক, ক্ষেত্র সহকারী শামসুল হক ও ব্যবস্থাপক ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউণ্ডেশন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এ অভিযানে অংশগ্রহণ করেন।