দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় সংক্রমিত ১ হাজার ৫৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮১ হাজার ২৭৫। এর মধ্যে মোট ৫ হাজার ৫৭৭ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন।
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৩ হাজার ৮১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের ১০৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হয়।