শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলাম : এস আই আকবর



ঘটনার পর এক সিনিয়র কর্মকর্তার নির্দেশে পালিয়েছিলেন বলে দাবি করেছেন সিলেটের রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত হওয়া এস আই আকবর হোসেন ভুঁইয়া। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকার খাসিয়াদের কাছে আটকের পর সে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ কথা জানিয়েছে। খাসিয়াদের হাতে আটক হওয়ার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

সে জানায়, ‘আমাকে এক সিনিয়র অফিসার বলছিলো তুমি আপাতত চলে যাও। কয়েক দিন পর আইসো। দুই মাস পরে মোটামুটি পরিস্থিতি ঠাণ্ডা হয়ে যাবে। এ কারণে আমি চলে যাই।’  গ্রেপ্তারের পর আকবর দাবি করে- রায়হানকে ছিনতাইয়ের ঘটনায় আটক করা হয়েছিলো। তাকে কাস্টঘর এলাকার লোকজন গণপিটুনি দেয় বলে দাবি করে। তবে কানাইঘাটের ডোনা সীমান্তের খাসিয়াদের জেরার মুখে কেন পালিয়েছিলো প্রশ্নের জবাবে সে জানায়, ‘সাসপেন্ড করছে, অ্যারেস্ট করতে পারে। এ কারণে পালিয়েছিলাম।’ কোম্পানীগঞ্জ সীমান্তের মাঝেরগাঁওয়ের ওদিকে ভারতে পালিয়েছিলো বলে জানায় আকবর। ওখানে তার এক পরিচিত পরিবার রয়েছে বলে দাবি করে সে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!