বালাগঞ্জে ৬দিন যাবত জবলু মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। সে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর গ্রামের চান্দ আলীর ছেলে এবং দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুজেল আহমদের ছোটভাই। গত শনিবার (৭নভেম্বর) থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। সাধারণ ডায়রি নম্বর : ৪৪৩, তারিখ ১২ নভেম্বর ২০২০।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জবলু মিয়া গত (৪নভেম্বর) বসতবাড়ি থেকে তার নানা বাড়ি মোগলাবাজার থানার জাহানপুর গমন করেন। সেখানে ৩দিন অবস্থান করার পর গত শনিবার (০৭ নভেম্বর) থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
তার সন্ধান পেলে মোবাইল নম্বর ০১৭৩২ ৬৬ ৪২ ২৯ (ফুজেল আহমদ)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।