বালাগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য আব্দুল হাফিজ রেনু মিয়া (৬৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আগামীকাল বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকাল ২টায় বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ছেলে, ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল হাফিজ রেনু মিয়া বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের পিতা এবং স্থানীয় চাঁনপুর গ্রামের বাসিন্দা। তিনি বেশ কিছুদিন যাবত নানা রোগে ভোগছিলেন।
এদিকে প্রবীণ রাজনীতিক, সমাজকর্মী আব্দুল হাফিজ রেনুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।