মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জসিম উদ্দিন – সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহিরুল ইসলাম মুরাদ ।
সভায় আরও বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো: বদরুজ্জামান, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. মহিউদ্দিন ও আনসার ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, ১ নং ফেঞ্চুগঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ২ নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, ৫ নং ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেষ দেব রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্র দেবনাথ, বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।