রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব - ২০১৯ সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে

ফেঞ্চুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্চ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জসিম উদ্দিন – সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা  উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জাহিরুল ইসলাম মুরাদ ।

সভায় আরও বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো: বদরুজ্জামান, পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. মহিউদ্দিন ও আনসার ভিডিপি কর্মকর্তা মাহমুদুল হক, ১ নং ফেঞ্চুগঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ২ নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, ৫ নং ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেষ দেব রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্র দেবনাথ, বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ  প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!