শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার সম্মাননা পাচ্ছেন বালাগঞ্জের কাজী মঞ্জুর আহমদ



কাজী মাওলানা মঞ্জুর আহমদ

বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মঞ্জুর আহমদ মানবাধিকার জোট ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউণ্ডেশন এর পক্ষ থেকে ‘মানবাধিকার সম্মাননা-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন। মানবাধিকার জোট এর মহাসচিব সাংবাদিক মিলন মল্লিক স্বাক্ষরিত গত ১৪ সেপ্টেম্বর প্রেরিত এক পত্রে মাওলানা কাজী মঞ্জুর আহমদকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে যে, ‘আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী হিসেবে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ আমাদের সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী আপনাকে মানবাধিকার সম্মননা-২০১৯ প্রদানে মনোনীত করা হয়েছে’।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টায় সেগুনবাগিচাস্থ একটি চাইনিজ রেস্টুরেণ্টে এ সম্মাননা প্রদান করা হবে। ওইদিন মানবাধিকার জোট ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউণ্ডেশন’র যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ‘বিশ্ব নেতৃত্বে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও মানবাধিকার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট ইউছুফ হোসেন হুমায়ুন।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করবেন বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন ভাষাসৈনিক রেজাউল করিম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভাপতিত্ব করবেন মানবাধিকার জোটের চেয়ারম্যান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা খান।

উল্লেখ, মাওলানা কাজী মঞ্জুর আহমদ ওসমানীনগর উপজেলার মাদার বাজার এফইউ সিনিয়র আলিম মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম পাস করেন। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল এবং বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেন। তিনি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!