যুক্তরাজ্যের ম্যানচেস্টার হাইড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদের পিতা, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের শতবর্ষী মুরুব্বি মো. আব্দুল বারীর দাফন মঙ্গলবার (২২ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে। এর আগে সকাল ১১টায় ওসমানীনগর উপজেলার মাদারবাজারস্থ শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি গত সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১শ বছর। তিনি ৬মেয়ে, ৩ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



