সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বিমান বন্ধ হচ্ছে না

বৃটেন থেকে বাংলাদেশে ফিরলে সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী



বৃটেন থেকে কোন বিমানযাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে এলে তাকে সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। বৃটেন থেকে আসা যাত্রীদের যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকবে না, তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সেখান থেকেই তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হবে ঢাকার আশকোনার হজক্যাম্পে। তবে বৃটেনের সঙ্গে বিমান চলাচল এখনি বন্ধ করছে না সরকার। এক অনুষ্ঠানে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, যারা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আসবেন তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

ব্রিটেনে একটি নতুন ধরণের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। ইতোমধ্যে ৪০টির মত দেশ বিমান চলাচল বন্ধ করেছে দেশটির সঙ্গে।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!