বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শীতার্তদের মধ্যে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এবং আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৯ জানুয়ারি) বিকেলে মোরার বাজার নেহার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সামস উদ্দিন সামস। তিনি বলেছেন, আমাদের এলাকার কৃতিসন্তান সমাজসেবী ও মানবদরদী আব্দুল আজিজ মাসুক ভাইকে নিয়ে আমরা গর্বিত। তিনি আর্তমানবতার সেবায় সবসময় এগিয়ে আসা অন্যতম এক মহৎ ব্যক্তি। শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও সহযোগিতার জন্য ছাত্রকল্যাণ পরিষদ ও মাসুক ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সমাজের বিত্তশালী মানুষদের অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে ভাইস চেয়ারম্যান বলেন, আমিও সাধ্যমত তৃণমূলের মানুষের পাশে আছি। জনকল্যাণমুখী কাজে সবসময় কাছেই পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ। গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল মুহাইমিন, অর্থ-সম্পাদক ওমর হোসেন জামিল, দপ্তর সম্পাদক আব্দুল বাছিত, প্রচার সম্পাদক শিহাবুল ইসলাম অনিক, নির্বাহী সদস্য ফয়েজ আলম রাব্বি, শহিদুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ১শ’টি কম্বল ইউনিয়নের ২৩টি গ্রামের অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।