শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সার রোগী সেজে তহবিল সংগ্রহের দায়ে বৃটেনে নারীর কারাদণ্ড



মিথ্যা ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে এক নারীকে সাজা দিয়েছে বৃটেনের একটি আদালত। ৪২ বছর বয়সী নিকোল এলকাব্বাস নামের ওই নারী দাবি করে আসছিলেন তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এর চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়ে তহবিল গঠন করেন। এতে জমা পরে ৫২ হাজার ইউরোর থেকেও বেশি অর্থ। এই অর্থ তিনি ব্যয় করতেন তার জাঁকজমকপূর্ণ জীবনের জন্য।

ডেইলি মেইল জানিয়েছে, প্রতারণার জন্য গোফান্ডমি নামের একটি ওয়েবসাইট ব্যবহার করেন এলকাব্বাস। সেখানে প্রাপ্ত অর্থ তিনি তার নিজের একাউন্টে নিয়ে নেন। সেই অর্থ তিনি ব্যয় করেন জুয়া খেলে এবং আগের ঋণ পরিশোধে। এছাড়া তিনি ব্যয়বহুল জীবনযাপন শুরু করেন। টটেনহামের একটি ম্যাচ দেখতে খরচ করেন সাড়ে তিন হাজার ইউরো।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!