সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজা আগামীকাল শুক্রবার (১২ মার্চ) বিকেল ৫ ঘটিকার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর শেষ ইচ্ছানুযায়ী তাদের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।