বালাগঞ্জে সিলেট জেলা পরিষদ সদস্য লোকন মিয়ার উদ্যোগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় মোরার বাজরস্থ জেলা পরিষদ সদস্য লোকন মিয়ার কার্যালয়ে আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলা আব্দুল জলিল, হাফিজ সাইদুর রহমান হাফিজ ছাদিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, মশিউর রহমান এহিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যাল ও অটোরিকসা শ্রমিক ইউনিয়ন (৭০৭)’র মোরার বাজার শাখার সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমির আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. তেরা মিয়া, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আলী গুলশের, রফু মিয়া, আহমদ আলী, ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, সুহেল বারী, ইসলাম উদ্দিন, শামীম আহমদ, অলিউর রহমান, শাহীন আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, জাহেদ আহমদ, হারুন মিয়া, সিদ্দিকুর রহমান, রাফি হোসাইন প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল জলিল (আলাপুরী)।
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত অসুস্থ এমপি সামাদ চৌধুরীর সুস্থতা কামনা করে বৃহস্পতিবার বাদ মাগরিব সিলেট জেলা পরিষদের ব্যক্তিগত পক্ষ থেকে উক্ত খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথাছিল।