সিলেট ৩ আসনের উপ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগ নেতা স্যার এনাম উল ইসলামের অর্থায়নে বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নের আমজুর গ্রামের উত্তর সুজননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দেড়শত হতদরিদ্রদের মাঝে আজ সোমবার (১২ এপ্রিল) খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছাত্রলীগ নেতা এবং সমাজকর্মী সাহেদ আহমেদের উপস্থাপনায় ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের আগামী উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামী লীগ নেতা স্যার এনাম উল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও ছাত্র লীগ নেতা রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, জাতীয় শ্রমীকলীগের সিলেট জেলার সহ সভাপতি তাজ উদ্দিন খান আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হেরম তালুকদার, রাজু আহমদ মাসুক মিয়া প্রমুখ।