শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট-৩ আসনের চলমান উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে: আনোয়ারুজ্জামান চৌধুরী

হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বালাগঞ্জ আওয়ামী ফোরাম ইউকের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত



যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন – বঙ্গবন্ধু, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক হচ্ছে নৌকা। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। সিলেট-৩ আসনে চলমান উপনির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিজয় নিশ্চিতে আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে বালাগঞ্জ আওয়ামী ফোরাম ইউকের উদ্যেগে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এছাড়া তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং নৌকার বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের যার যার স্বজনদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও উদাত্ত আহ্বান জানান।

সংগঠনের যুগ্ম আহবায়ক, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক মো: সাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় প্রচারণা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন – যুক্তরাজ্য আওয়ামী লীগের ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এডভোকেট এম এ করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী আহমদ ফখর কামাল, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মসনু, যুক্তরাজ্য যুবলীগের সাবেক সহ সভাপতি, বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের যুগ্ম আহবায়ক মো: ফজলু মিয়া।

কমিউনিটি নেতা ছহুল এ মুনিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রচারণা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক, লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা সৈয়দ তাজির উদ্দিন মান্নান, বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম ইউকের যুগ্ম আহবায়ক, সাউথ লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক নাজমুল, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শেখ নূরুল ইসলাম জিতু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান, মিডল্যন্ডস যুবলীগের সভাপতি জুবের আলম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মিডল্যন্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আয়াছ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম, ইউকে’র যুগ্ম সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা আজাদুর রহমান আজাদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী ফোরাম, ইউকে’র যুগ্ম সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা খিজির আহমদ, স্পেন আওয়ামীলীগের সাবেক সম্পাদক শেখ আবদুর রহমান, কমিউনিটি নেতা এম এ হান্নান, কমিউনিটি নেতা বদরুজ্জামান চৌধুরী, যুবনেতা আবুল ফয়েজ, যুক্তরাজ্য যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, মিডল্যন্ডস যুবলীগের সহ সভাপতি আশিক আলী, লন্ডন মহানগর যুবলীগের সহ সভাপতি ছানা মিয়া,নর্থ যুবলীগের সাধারণ সম্পাদক নাছার আহমেদ, ইস্ট লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, ইস্ট লন্ডন যুবলীগের সহ সভাপতি এম এ আজিজ, বালাগঞ্জ যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শেখ জিল্লুর রহমান, কার্ডিফ যুবলীগ নেতা সাংবাদিক মাহবুবুর রহমান, কমিউনিটি কর্মী সাজ্জাদুর রহমান, জয়নুল আহমদ, মাহমুদুল আলম, রোম্মান আহমদ, আব্দুল কাইয়ূম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!