বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাবমেরিন বিতর্কে বৃটেনের সঙ্গে ফ্রান্সের বৈঠক বাতিল



ছবি: এএফপি

বৃটেনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে। বৃটেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে এক নিরাপত্তা চুক্তির পর এই সপ্তাহে ফ্রান্সের সঙ্গে একটি সাবমেরিন চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। এর জেরেই ওই বৈঠক বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুইটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত সপ্তাহে আকাস (এইউকেইউএস) নামে বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এজন্য তাদের বাতিল করতে হয়েছে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।

রয়টার্স জানিয়েছে, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সঙ্গে বৈঠক বাতিল করেছেন। তবে এই বিষয়ে ফ্রান্স ও বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ্যে কোনও কিছু জানানো হয়নি।

২০১৬ সালের সাবমেরিন চুক্তি বাতিল হয়ে যাওয়ায় কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ওয়াশিংটন ও ক্যানবেরা থেকে ইতোমধ্যে রাষ্ট্রদূত ফিরিয়ে এনেছে প্যারিস।

ফ্রান্সের দাবি চুক্তি বাতিলের আগে কোনও আলোচনাই করেনি অস্ট্রেলিয়া। তবে ক্যানবেরার দাবি, চুক্তিটি নিয়ে উদ্বেগের কথা কয়েক মাস ধরেই প্যারিসকে জানানো হচ্ছে।

ফরাসি সরকারের এক মুখপাত্র রবিবার জানিয়েছেন, সংকট নিরসন নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন টেলিফোনে আলাপ করবেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!