বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়ার পিতা, হাজী মোঃ আব্দুল খালিক মিয়া (৯০)-এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা আড়াইটায় চান্দাই পাড়া শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাজায় অংশ নিতে চান্দাইরপাড়া এলাকায় মানুষের ঢল নামে। সকাল থেকে বিভিন্ন পযার্য়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে এসে জানাজায় শরিন হন। জানাজায় ইমামতি করেন চান্দাইপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সারোয়ার জাহান।জানাজার পূর্বে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন – সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট ২ আসনের বর্তমান সংসদ সদস্য মুকাব্বির খান, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল খালিক মিয়ার পুত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যান, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ বাজার বণিক সমিতি সভাপতি মো. জুনেদ মিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালিক রুনু, আবু বক্কর সিদ্দীক, সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বোয়ালজুড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা আব্দুন নুর, ইউপি চেয়ারম্যানদের মধ্যে – আব্দুল মতিন, নাজমুল আলম, আলহাজ্ব আমিরুল ইসলাম মধু, আব্দুল মুনিম, আওয়ামী লীগ নেতা এমএ মালেক, মিজানুর রহমান পংকি, হাজী খলকু মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসী।