রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সিএনজি চালিত অটোরিকশা গহরপুর মাদ্রাসাবাজার উপপরিষদের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন



সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর অন্তর্ভুক্ত গহরপুর মাদ্রাসাবাজার উপ পরিষদের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) মাদ্রাসা বাজারস্থ শাখা কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মো. এম আর ওয়ারিছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সংবর্ধিত অতিথি জাকারিয়া আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য ও সংবর্ধিত অতিথি মোঃ আজাদ মিয়া,আসন্ন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছহুল এ মুনিম, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংকি, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাব চৌধুরী, সিএনজি চালিত অটোরিকশা গহরপুর মোরার বাজার উপ পরিষদের সভাপতি আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সভাপতি জাকারিয়া আহমদ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্য নির্বাচিত হওয়ায় মাদ্রাসা বাজার শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিরদেরকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ঠ প্রদান করা হয়।

এর আগে সিএনজি চালিত অটোরিকশা গহরপুর মাদ্রাসাবাজার উপ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা সুহেল বারী ও আমিনুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মো. হুসেন মিয়াকে আহ্বায়ক করে ৩সদস্য বিশিষ্ট নির্বাচনকালিন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন আহ্বায়ক নজরুল খান ও সদস্য সায়েক আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!