রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে লণ্ডন-প্যারিসে প্রবাসীদের বিক্ষোভ



 

।।শামসুল ইসলাম, লণ্ডন থেকে।।

বাংলাদেশে সাম্প্রদায়িক সন্ত্রাস, সহিংসতা বন্ধ এবং শারদীয় দুর্গোৎসব কালে সংঘটিত ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লণ্ডন ও প্যারিসসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসীরা সম্প্রতি প্রতিবাদ সমাবেশ করেছেন।

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। এতে নেতৃত্ব দেয় আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকন, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশন গ্রেট ব্রিটেন, সেক্যুলার বাংলাদেশ, সনাতন এসোসিয়েশন সহ ব্রিটেনের বেশ কিছু ধর্মীয় ও মানবাধিকার সংগঠন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে হাজারো প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে। সম্মিলিত হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায় প্যারিস ফ্রান্সের উদোগ্যে সম্প্রতি প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশী প্রবাসীরা অংশ নেয়। তারা প্যারিসের লাশাপেল এলাকায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল সহকারে রিপাবলিক চত্বরে সমাবেশে মিলিত হয়। এসময় মিছিলের সামনে পিছনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। বিগত কয়েক বছরের মধ্যে বাংলাদেশীদের এত বড় মিছিল প্যারিসে সংঘঠিত হয়নি। উক্ত সমাবেশে ফ্রান্সের সংখ্যালঘু সম্প্রদায়ের ১০টি সংগঠনের লোকজন তাদের ব্যনার ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন – বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফ্রান্সের রজত রায়, সুশীল বনিক , আষীশ, মহামায়া পূজা পরিষদের রিলন দেবনাথ, বিজয় সাহা, সার্বজনীন পুজা পরিষদের সুফল অধিকারী,শ্যামল দাশ, সনাতন ধর্ম উন্নয়ন সংঘের শান্তি বাবু, বলরাম রাজ, ইস্কন প্যারিস, বাংলাদেশ হিন্দু সেবা সংঘের প্রভাত সরকার, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান এসোসিয়েশন প্যারিস ফ্রান্স এর উদয়ন বড়ুয়া, পিনু বড়ুয়া, রিপন বড়ুয়া, দীপক গোমেজ, ৭১ মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের রঞ্জু লাল দে, সুবল দে, সমীরন ভট্টাচার্য প্রমুখ।

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!