বালাগঞ্জের আজিজপুর বাজারে জাকিয়া লাইব্রেরি এন্ড গিফট কর্ণারে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে বালাগঞ্জ থানার এএসআই মো. আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লাইব্রেরির পরিচালক কামরুল আলম জানিয়েছেন, লাইব্রেরির পিছনের জানালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে মালামাল চুরি করা হয়েছে। এ ঘটনায় নগদ ৪৫হাজার টাকা, ১৬হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ডসহ আরও অন্তত ১৫হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. নাজমুল হাসান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।