বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. আনহার মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা, দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী ইয়াকুব।
তিনি বুধবার (১৫ডিসেম্বর) আনহার মিয়া চেয়ারম্যানের চান্দাইরপাড়া গ্রামস্থ নিজবাড়ীতে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পুনরায় বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় আনহার মিয়াকে প্রবাসী আনহার আলী ইয়াকুব ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন – দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হাজী মুহাম্মদ আলী গুলশের, মরহুম এমদাদ উল্লাহ্ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’র কর্মকর্তা হাজী আনোয়ার আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সুহেল বারী, তজমুল আলী ও মরহুম এমদাদ উল্লাহ এন্ড আলেছা খানম ট্রাস্ট’র সদস্য এমাদুল ইসলাম মাহিম।