বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আব্দুর রশীদ লুলু

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা



 ৩০ মে ১৯৫৪ – পাকিস্তান কেন্দ্রীয় সরকার পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট মন্ত্রীসভা বাতিল করে এবং ৯২ক ধারা জারি করে।
 ২৭ মে ১৯১৯ – জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড চেমস ফোর্ডকে চিঠি দেন।
 ২৭ মে ১৭০৩ – পিটার দ্য গ্রেট কর্তৃক সেন্ট পিটার্সবুর্গ (লেনিনগ্রাদ) শহরের পত্তন হয়।
 ২৮ মে ১৯৩৭ – ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠিত হয়।
 ২৪ সেপ্টেম্বর ১৯৯০ – সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।
 ২৪ সেপ্টেম্বর – ১৯৬০ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) গঠিত হয়।
 ৩১ মে ১৯৯৫ – রাশিয়া ন্যাটোর সদস্যপদ গ্রহণ করে।
 ৩১ মে ১৯৪১ – জার্মানিতে গথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
 ৩১ মে ১৯৮১ –  ভারত পৃথিবীর কক্ষপথে ‘রোহিনী-২’ উৎক্ষেপণ করে।
 ০১ জুন ১৯৬১ – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
 ০২ জুন ১৮৮১ – বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন প্রথম প্রদর্শন করেন।
 ০২ জুন ১৯৬৫ – বাংলাদেশে ঘূর্ণিঝড়ে প্রায় ত্রিশ হাজার লোক মৃত্যুবরণ করে।
 ০৩ জুন ১৭৮৯ –  ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
 ০৩ জুন ১৭৮৯ –  ইস্ট ইন্ডিয়া কোম্পানী বাংলায় লবণ উৎপাদন বন্ধ করে।
 ০৪ জুন ১৯৭০ – প্রশান্ত মহাসাগরীয় ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
 ০৪ ফেব্র“য়ারি ১৯০৪ – রুশ-জাপান যুদ্ধের শুরু হয়।
 ০৪ ফেব্র“য়ারি ১৯৪৮ – শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে।
 ১৫ মে ১৮১৮ –  বাংলা ভাষার প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ প্রকাশিত হয়।
 ১৫ মে ১৯৭১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনী গঠিত হয়।
 ২৫ ফেব্র“য়ারি ১৮৬২ –  মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
 ১৬ মে ১৯৭৪ –  ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
 ০৩ জুন ১৯১৫ –  ব্রিটিশ সরকার কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
 ০৪ জুন ১৯৮৯ – বেইজিং (চীনের রাজধানী)-এ তিয়েনআনমেন স্কয়ারে প্রগতিপন্থী/গণতন্ত্রীপন্থী ছাত্র আন্দোলন নির্মূল করতে সেনাবাহিনী নির্বিচারে হামলা চালায় এবং এতে বেশ কিছু ছাত্র-ছাত্রী নিহত হয়।
 ২২ মার্চ ১৭৯৩ – বাংলা ও বিহারে লর্ড কর্ণওয়ালিশ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
 ২২ মার্চ ১৯৮৮ –  ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
 ০২ এপ্রিল ১৯৮২ – আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করে নেয়।
 ০৩ মে ১৪৯৪ –  কলম্বাস জ্যামাইকা আবিস্কার করেন।
 ০৩ মে ১৭৮৮ – লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিতহয়।
 ০৩ মে ১৯৬৯ – নেতাজী সুভাষ চন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
 ২৭ মার্চ ১৯৯৬ –  বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ হয়।
 ২৫ মার্চ ১৮০৭ –  ব্রিটিশ পার্লামেন্ট দাস প্রথা বিলোপ করে।
 ২৫ মার্চ ১৯৬৯ – পাকিস্তানে একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন এবং ইয়াহিয়ার নেতৃত্বে সামরিক শাসন জারি হয়।
 ২৫ মার্চ ১৯৭১ – পাকিস্তান সামরিক বাহিনী মধ্যরাতে বাংলাদেশের জনগণের ওপর অতর্কিতে সশস্ত্র আক্রমণ শুরু করে।
 ২৪ ফেব্র“য়ারি ১৮৪৮ – কার্ল মার্কস ও ফ্রেডেরিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
 ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ – জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
 ১৯ মার্চ ১৯৭২ – বাংলাদেশ এবং ভারতের মধ্যে পঁচিশ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

লেখক, সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!