সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডা. নুরজাহান বেগমের মৃত্যুতে ডা. দুলালের শোক



সিলেট নার্সিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বি.এম.এ)-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় ডা. দুলাল বলেন, ডা. নুরজাহান বেগম একজন মহীয়সী নারী ছিলেন। মানুষের চিকিৎসা সেবায় নিরলস কাজ করে গেছেন নুরজাহান বেগম। সিলেটের বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে দীর্ঘদিন বিভিন্ন পদে কাজ করেছেন সততা ও নিষ্ঠার সাথে। একজন নারী হিসেবে তার কর্মদক্ষতা প্রশংসার দাবি রাখে। মহীয়সী এ নারীর মৃত্যুতে যে শূণ্যতা তৈরী হলো, তা অপূরণীয়।

বিজ্ঞপ্তিতে ডা. দুলাল মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ডা. নুরজাহান বেগম শনিবার (২ এপ্রিল) সকাল ৮:৩০ঘটিকায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডা. নুরজাহান বেগম যুক্তরাষ্ট্রের ক্লিনটন ফাউন্ডেশনের এম্বাসেডর ডা. শাহনূর ইসলাম জুয়েলের মাতা। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!