যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জুন) এ খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর।
এসময় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক এখলাছুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইয়াহিয়া সুজন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মুহিত, ইউপি সদস্য আসাদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন ও যুবলীগ নেতা রাসেল আহমদ।
যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদ তার নিজ এলাকার যেকোন দূর্যোগ-দূর্বিপাকে মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে থাকেন।