যুক্তরাজ্যে বালাগঞ্জের গহরপুরের দুই প্রবাসী ইউরো এশিয়া কারি এ্যাওয়ার্ড লাভ করেছেন। তারা হলেন শহীদ আবুল কালাম সেতু এবং আব্দুল হাফিজ জুয়েল। শহীদ আবুল কালাম সেতু গহরপুরের স্থানীয় হাজীপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাফিজ জুয়েল স্থানীয় সিরাজপুর গ্রামের বাসিন্দা। গত ৫ডিসেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে কারি এ্যাওয়ার্ড-২০২২ তুলে দেয়া হয়েছে।
শহীদ আবুল কালাম সেতু’র লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠান ‘রাজবয় রেষ্টুরেণ্ট’ ইস্টলন্ডন এলাকার সেরা রেষ্টুরেণ্ট এবং টেকইওয়ে প্রতিষ্ঠান হিসেবে এ্যাওয়ার্ড লাভ করেছে। আর আব্দুল হাফিজ জুয়েল এসেক্স এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘মালডন স্পাইসি’র কর্ণধার হিসেবে শ্রেষ্ঠ ব্যবসায়ী ক্যাটাগরি থেকে এ্যাওয়ার্ড লাভ করেছেন।
যুক্তরাজ্যে ব্যবসায়ী হিসেবে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শহীদ আবুল কালাম সেতু এবং আব্দুল হাফিজ জুয়েল দেশে-বিদেশে অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকার পাশাপাশি দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছেন। আব্দুল হাফিজ জুয়েল যুক্তরাজ্যের মালডন সিটি’র টানা দুইবারের কাউন্সিলর এবং মেয়র।
দেশে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শহীদ আবুল কালাম সেতু এবং আব্দুল হাফিজ জুয়েল’র উল্লেখ্যযোগ্য অবদান রয়েছে। দেশে যেকোন প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা, ঝড়-ঝঞ্ঝার দুঃসময়ে তারা দেশবাসীর আর্ত-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এদিকে বালাগঞ্জের গহরপুর এলাকার দুই প্রবাসীর কারি এ্যাওয়ার্ড লাভে বালাগঞ্জ ওসমানীনগরের প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্দীপণা দেখা দিয়েছে। প্রবাসী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছা এবং উষ্ণু অভিনন্দন জানিয়েছেন।