বালাগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার পৃথক সভাপতিত্বে আলোচনায় অংশ নেন – ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা প্রকৌশলী মোস্তাকিন শরীফ সাইদ, বালাগঞ্জ থানার এস আই জহর লাল, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, পূর্বগৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল আলম নজম, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হেপী দাস, উপজেলা সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত দাস, এজিএম আলাউর রহমান সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জুয়েল আহমদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, বালাগঞ্জ উপজেলা প্রসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সিএ সিরাজুল ইসলাম, জাকারিয়া আহমদ প্রমুখ। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচার কমিটি, এপিএ ও এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা এবং ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।