মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

সিলেটসহ সারা দেশের ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হবে: আইজিপি



সিলেটসহ সারা দেশের ট্যুরিস্ট পুলিশের সংখ্যা এবং সক্ষমতা আরও বাড়ানো হবে। এক সময় ট্যুরিস্ট পুলিশ ছিল না, জেলা পুলিশ দিয়ে দায়িত্ব পালন করা হতো। প্রধানমন্ত্রীই ট্যুরিস্ট পুলিশ করেছেন।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট রিকাবীবাজারস্থ
জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে বাংলাদেশে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব সফলভাবে পালন করে আসছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশের অভিজ্ঞতা আছে, প্রশিক্ষণ আছে। নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করে থাকি। নির্বাচনের সময় ইলেকশন কমিশন যে দায়িত্ব দিবেন বাংলাদেশ পুলিশ সে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ সকলকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাস নিরূপণে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক সময়ে সারাদেশে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ব্যাপারে আইজিপি বলেন, নির্বাচনের আগে সকল অনাকাঙ্ক্ষিত বিষয় রোধে আমাদের কড়া গোয়েন্দা নজরদারি রয়েছে। এছাড়া ঘটে যাওয়া এসব অগ্নিকাণ্ডের তদন্তও অব্যাহত রেখেছে পুলিশ। এসব ঘটনায় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এরআগে আইজিপি সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে আইজিপি সিলেট বিভাগের সবকটি থানার অফিসার ইনচার্জদের সাথেও মতবিনিময় করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন