বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু: বাংলাদেশে আসছে আগস্টে



ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাকি রয়েছে আর মাত্র তিন মাস। তবে টুর্নামেন্টের ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হবে আজ থেকে। অন্যান্য বারের মতো বাংলাদেশেও আসবে। আগামী আগস্টে ক্রিকেটভক্তরা ঢাকায় স্বচক্ষে দেখতে পাবেন ট্রফিটি।

আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। এর বেশি কিছু বলা নেই যদিও। তবে দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হতে পারে ট্রফিটি। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে ট্রফিটি ঘুরে আসতে পারে।

আজ থেকে ট্রফির ভ্রমণ যাত্রা শুরু হবে ভারত থেকে। তবে বিশ্ব ভ্রমণ শুরু হবে ১৪ জুলাই থেকে। ততদিন পর্যন্ত ট্রফিটি ভারতের বিভিন্ন রাজ্য প্রদক্ষিণ করবে। ভারত থেকে সোজা চলে যাবে নিউজিল্যান্ডে। সেখানে দুদিন থেকে অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি হয়ে ফের ভারতে আসবে। প্রত্যেকটি দেশেই দুদিন করে অবস্থান করবে ট্রফি।

ট্রফিট শুধু টেস্ট খেলুড়ে আর টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর দেশেই যাবে না। এবারের ভ্রমণ তালিকায় নাম আছে ফ্রান্স, ইতালি, নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, উগান্ডাসহ বিভিন্ন দেশে। ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডে ট্রফিটি যাবে আগামী ২১ আগস্ট। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত অবস্থান করবে।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি সফর শুরু হচ্ছে। সফরকালে সেটি প্রতিটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা করবে। সাধারণ মানুষদের দর্শন দেবে। এছাড়া ক্রিকেট উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করবে। এছাড়া ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলোও পরিদর্শন করবে।’

তিনি যোগ করেছেন, ‘ক্রিকেটে এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি ট্রফিটি তাদের কাছাকাছি নিয়ে যেতে। ট্রফির সঙ্গে কিংবদন্তীদেরও দেখা তারা পেয়ে যাবেন।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!