শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গণমানুষের ক‌বি দিলওয়ারের ৮৭তম জন্ম‌দিন পালিত



বাংলা ক‌বিতার অন্যতম স্ব‌নিষ্ঠ ক‌বি প্র‌তিভা দিলওয়া‌রের ৮৭তম জন্ম‌দিন আজ সোমবার (১ জানুয়ারি) সিলেট ভার্থখলাস্থ ‘খান ম‌ঞ্জি‌ল’-এ যথা‌যোগ্য মর্যাদায় পা‌লিত হয়েছে।

ক‌বি তনয়া সা‌জিয়া রহমান সুমনার বি‌শেষ আয়োজনে সকালে ও বিকালে দু‌টি পর্বে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে স্মৃ‌তিচারণে অংশ নেন লেখক ও গ‌বেষক আহমদ সিরাজ, ক‌বি ম‌হিদুর রহমান প্রমুখ। ক‌বি রচিত অগ্র‌ন্থিত গান প‌রি‌বেশন ক‌রেন সুরকার ও কণ্ঠ‌শিল্পী রমাকান্ত গোয়ালা।

এতে উপ‌স্থিত ছি‌লেন ক‌বি শহীদ সা‌গ্নিক, দীপংকর শীল, না‌ভেদ চৌধুরী, ক‌বি দ্রো‌হিত্র না‌বিল সহ ক‌বি প‌রিবা‌রের অন্যান্য সদস্য এবং ক‌বির গুণগ্রাহী ভক্তবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!